AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে ইজিবাইক ছিনতাই, ১ জন আটক ও ইজিবাইক উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৬:৩১ পিএম, ১৪ অক্টোবর, ২০২৫

সদরপুরে ইজিবাইক ছিনতাই, ১ জন আটক ও ইজিবাইক উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় দুর্বৃত্তদের হাতে এক ইজিবাইক চালক মারধরের শিকার হয়েছেন। ঘটনাস্থল থেকে একজন ছিনতাইকারীকে আটক এবং ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।

আটক ব্যক্তির নাম শরীফুল হাওলাদার (৩০)। তিনি সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের মফিজদ্দিন হাজী ডাঙ্গীর বাচ্চু হাওলাদারের পুত্র।অপর দুই ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে, সদরপুর উপজেলার শৌলডুবী এলাকার গমের রাস্তার মাথায় মেইন রোডে।পুলিশ জানায়, তিনজনের একটি দল যাত্রী সেজে ইজিবাইকে উঠে চালককে মারধর করে গাড়ি ছিনতাই করে নিয়ে যায়।

ইজিবাইক চালক দানেছ বেপারি, ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের খিদির বেপারির ছেলে। তিনি জানান, “সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সুপার মার্কেট থেকে ৭০০ টাকা ভাড়ায় তিনজন যাত্রীকে সদরপুরে আনার কথা ছিল। পথে নানা অজুহাতে তারা সময়ক্ষেপণ করে। সদরপুরের শৌলডুবী এলাকায় পৌঁছালে তারা গাড়ি থামিয়ে আমার গলাচেপে ধরে মারধর করে পাশের নালায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।”

অভিযোগের ভিত্তিতে সদরপুর থানা পুলিশ রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে একজন আসামীসহ ইজিবাইক উদ্ধার করে।
অন্য দুইজন পলাতক ছিনতাইকারীর সন্ধানে অভিযান চলছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে শরীফুল হাওলাদারকে আটক করা হয়েছে এবং ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একুশে সংবাদ//র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!