ফরিদপুরের সদরপুর উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৭ জন জেলেকে আটক করে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে ৩ কেজি ইলিশ ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জালগুলো নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, মৎস্য বিভাগের কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।
সাজাপ্রাপ্ত জেলেরা হলো-১. হযরত ফরাজী (২২), পিতা ঠান্ডু ফরাজী, গ্রাম: নরুদ্দিন কান্দি, শিবচর, মাদারীপুর।২. মামুন হাওলাদার (৩০), পিতা আলমগীর হাওলাদার, গ্রাম: জংগী কান্দা, সদরপুর।৩. মো. নর-ই-আলম (১৯), পিতা আ. রহিম শেখ।৪. সালাম খান (২৭), পিতা হালিম খান।৫. সাগর (২০), পিতা কালাম।৬. মো. ফারুক (৩৮), পিতা সাহেদ আলী বেপারী।৭. ঠান্ডু (৩৯), পিতা হারুন হাওলাদার।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ//র.ন