AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আন্দোলন কর্মসূচি ঘোষণা



রাজবাড়ীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আন্দোলন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ সাত দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের ঘোষণায় একাত্ম প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে সংগঠনটির রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের ‘৩২১১০৪- আনুষাঙ্গিক কর্মচারী/প্রতিষ্ঠান’ কোডের আওতায় এনে মাসিক ভিত্তিতে বেতন প্রদান এবং দৈনিক মজুরির হার নির্ধারণের দাবিতে এই কর্মসূচি নেয়া হয়েছে।

একই সঙ্গে ২৭ মামলার নীতিমালায় আরও সাতটি মামলা অন্তর্ভুক্ত করা এবং প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. মুনজুরুল হক চৌধুরী পিন্টু ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন জানান, দাবি আদায়ে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে

১৯, ২০ ও ২১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা সহ দেশের সব সড়ক বিভাগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ২৩ অক্টোবর দেশের সব সড়ক বিভাগের দপ্তরপ্রধানের নিকট স্মারকলিপি প্রদান, ২৬ অক্টোবর দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে সচিব (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) বরাবর স্মারকলিপি প্রদান, ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. নওসের আলী, সহসাধারণ সম্পাদক শিউলী আক্তার, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান, দপ্তর সম্পাদক আফরোজা খাতুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি মো. মুনজুরুল হক চৌধুরী পিন্টু বলেন, আমরা বহুবার দাবি জানালেও এখনো স্থায়ী কোনো সমাধান পাইনি। তাই বাধ্য হয়েই আন্দোলনের কর্মসূচি নিতে হয়েছে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা—দীর্ঘদিন ধরে অবহেলিত মাষ্টাররোল শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়া হোক।

উল্লেখ্য, রেজিঃ নং বি-১৫১২ নিবন্ধিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে।

একুশে সংবাদ//র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!