AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫৫ পিএম, ১৩ অক্টোবর, ২০২৫

মাটিরাঙায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত

খাগড়াছড়ির মাটিরাঙায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাটিরাঙা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যােগে আয়োজিত আলোচনা সভায় ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী মো.রুহুল আমিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মৎস্য কর্মকর্তা মো.আরিফুল মোল্লা,মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক,রেঞ্জকর্মকর্তা আতাউর রহমান দীপু,রির্সোচ ইন্সট্রাক্টার মো.আজগর হোসেন,

সভায় বক্তরা বলেন, বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতায় জনগণের জন্য দুর্যোগ পূর্বাভাস ও দুর্যোগে ঝুঁকিহ্রাস কমাতে বিভিন্ন পরিকল্পনা এবং কৌশল অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ সরকার। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পূর্ব সতর্কীকরণ, ঝুঁকিহ্রাস কৌশল,পাহাড়ে ভূমি ধ্বসের মত দুর্যোগে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি, কৌশল অবলম্বন এর জন্যই এ উদ্যোগ।

আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশ্ররাফ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত মো.মাহবুবুর রহমান,  মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো.হারুনসহ বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য,গণমাধ্যমকর্মীবৃন্দ প্রমূখ।

Link copied!