নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর লাঙ্গলবন্দ এলাকা থেকে ডিবি পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি গ্ৰেফতার।
রবিবার (১২ অক্টোবর) বিকেল(৫:২০) ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে এস আই শরিফুল হাসান ও তাঁর ফোর্সের সহায়তায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এর ওভার নিচে থেকে অভিযান চালিয়ে দুই মাদক কারবারি কে আটক করা হয়েছে।
আটককৃত আসামির হলেন, কুমিল্লা জেলার, কুমিল্লা সদর,বালুচর,নোওয়াপাড়া এলাকার হাজী মোঃ আলী নেয়াজ এর ছেলে ১/মোঃ জাহাঙ্গীর আলম(৫৮) এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ, আজিবপুর কসাই পাড়া এলাকার মোঃ রাজা মিয়ার ছেলে ২/মোঃ রফিক (৩৮)।
পুলিশ জানায়, আটক কৃত আসামি মোঃ জাহাঙ্গীর আলম এর কাছ থেকে ১০০০ (এক হাজার)পিস সহ একটি মোবাইল ফোন এবং রফিক মিয়ার কাছ থেকে ৮০০(আট শত) পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।
আটককৃত আসামিদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।