নারীদের সামাজিক সংগঠন অনন্যা যুব নারী কল্যাণ সংঘ আয়োজিত ফরিদগঞ্জের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল কর্মসূচি হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) উপজেলার রামদাসেরবাগ আরাধনা একাডেমি এন্ড স্কুলে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা কর্মসূচিটি সম্পন্ন হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্পটিতে উপজেলার রামদাসেরবাগ এলাকার দুই শতাধিক মানুষ ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এসময় মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেছেন চাঁদপুর মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের প্রভাষক ডা. মো. কামরুল হাসান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. মো. ওমর ফারুক।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ছিলেন অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক মেহরাজ হাসান সৌরভ, ফরিদগঞ্জ লেখক ফোরামের দপ্তর সম্পাদক টিটু হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন মো. রুবেল হোসেন, মো. রাকিবুল ইসলাম, নাফিসা সুলতানা মুমু, মো. ফাহাদ হোসেন, সোহাইবুল আলম তুহিন, নুসরাত আক্তার, সালমা আক্তার প্রমুখ।
অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে যেসব অসহায় পরিবারের মানুষজন এসেছেন, চিকিৎসাসেবা গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা ফ্রি ঔষধ দেয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সংগঠন সবসময়ই ফরিদগঞ্জের আপামর জনসাধারণের যেকোনো সহযোগিতায় পাশে থাকবে।
তিনি আরও বলেন আগামীতে আমাদের উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প করবো।
কয়েকজন চিকিৎসাসেবা গ্রহণকারী আজকের ফ্রি ক্যাম্প চিকিৎসা কার্যক্রমটি আয়োজন করাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা এই নারী সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।