AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫০১জন আসামীসহ ৬০ কোটি টাকার মালামাল আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
০৫:১৫ পিএম, ১৩ অক্টোবর, ২০২৫

৫০১জন আসামীসহ ৬০ কোটি টাকার মালামাল আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের চলতি বছরের অভিযানে ৫০১ জন আসামি গ্রেফতার ও প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজ।

তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে—৭১ হাজার ৩৪০ বোতল ফেন্সিডিল, পৌনে ১০ কেজি হেরোইন, ২ কেজি কোকেন, ১২ হাজার ১২৭ বোতল বিদেশি মদ, ২ হাজার ৯ কেজি গাঁজা, ২৪ হাজার ৪৭৮ পিস ইয়াবা ও ১২ লাখ ৯৮ হাজার ৩টি ভায়াগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন মালামাল।

এ সময় ৫০১ জন আসামিকে আটক করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আকরাম ও সহকারী অধিনায়ক মো. রফিকুল ইসলামসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/   ও.আ./ সাএ

 

Link copied!