যাহারা ধর্মিয় দোহাই দেন, বেহেশতের দোহাইদেন, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভুল বুজাচ্ছেন তাহলে সেখানে ১৪৪ দফা (ধারা) করবেন। দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশত যাওয়া যাবেনা—এ কথা বললেই জিহ্বা ছিঁ/ড়ে ফেলবো, জামায়াত মহিলা বিভাগের কার্যক্রম সম্পূর্ণ বেআইনী, অগণতান্ত্রিক, ঔদ্বাত্যপূর্ণ ও উস্কানী মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন যাহারা ধর্মিয় দোহাই দেন, বেহেশতের দোহাইদেন, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভুল বুজাচ্ছেন তাহলে সেখানে ১৪৪ দফা (ধারা) করবেন। কেউ দাঁড়ি পাল্লা ভোট করলে তাহার জিহবা টেঁনে ছিড়বেন। বক্তারা বলেন তাঁর উস্কানীমূলক বাংলাদেশের আইন ও গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম জামায়াতকে উদ্দেশ্য করে উক্ত হুঁশিয়ারি দেওয়ার পরপরই উত্তপ্ত হয়ে উঠেছে রামগঞ্জের রাজনীতির মাঠ।
পাল্টা এক উত্তরে জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, জিহ্বা কে/টে ফেলার জবাব হবে ঠোঁট বন্ধ রেখে। এছাড়াও অন্য এক মন্তব্যে তিনি বলেন, পজু পাগলার অনুসারীদের উল্টাপাল্টা বক্তব্যের জবাব ব্যালট বিপ্লবে দেব।
উক্ত বক্তেব্যের প্রতিবাদে রামগঞ্জ বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রম বিষয় বেআইনী ও ঔদ্বত্যপূর্ণ বক্তব্য প্রতিবাদে রোববার বিকেলে ৪. ৩০টায় মোহাম্মদীয়া চাইনেজ রেষ্টুরেন্ট এ রামগঞ্জ জামায়াত ইসলাম রামগঞ্জ শাখার উদ্যোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা জামায়াত আমীর মো: নাজমুল হাসান পাটওয়ারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন প্রতিবাদ লিপি পাঠ করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো: এমরান হোসেন, বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসান বান্না, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল ইলিয়াস সহ অনেকে।
রামগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই দুই নেতার বক্তব্যের জের ধরে ইতিমধ্যে রাজনীতির মাঠে যেমন গরম হাওয়া বইতে শুরু করেছে তেমন বরফ গলতে শুরু করেছে দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ে জোটবদ্ধ থাকা বিএনপি জামায়াতের মধ্যকার সম্পর্কের। কর্মী সমর্থকদের মধ্যেও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া পাড়ায় মন্তব্য পাল্টা মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে।
একাংশের দাবি এলডিপি সভাপতি সেলিমের বক্তব্য অত্যন্ত বাজে, ঔদ্ধত্যপূর্ণ ও নেতিবাচক রাজনীতির উদাহরণ। অপরদিকে সমর্থকদের দাবি, মূলত ধর্মকে নেতিবাচকভাবে রাজনীতিতে ব্যবহার করছে যারা তাদের সতর্ক করতেই এমন বক্তব্য দেয়া হয়েছে।