বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা, মিছিল, গণসংযোগ ও পথসভা করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। রবিবার (১২ অক্টোবর) বিকেলে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মিছিল ও জনসংযোগ করেন।
মিছিল ও পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালানো হয়। আসাদুজ্জামান মিলনের উদ্যোগে মিছিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ভোটারদের উদ্দেশে বলেন, “এই দেশ আমাদের সকলের। বিএনপি ভালো কাজের জন্য মানুষকে অনুপ্রাণিত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে। একসঙ্গে কাজ করলে কোনো শক্তিই আমাদের রুখতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীর উন্নত বাংলাদেশ গড়তে চান।”
গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের মধ্যে ছিল বিপুল উৎসাহ ও প্রত্যাশা। মিছিলে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামাদ হোসেন ফকির, উপজেলা শ্রমিকদল সভাপতি মজনু মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুছ, পৌর শ্রমিকদল সাধারণ সম্পাদক মশিউর রহমান, এবং পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে