ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তরমোড় এলাকায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ অক্টোবর) রাতের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর হওয়ার পর রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।
এ সময় জব্দকৃত প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন: পাবনা জেলার বেড়া পৌর শহরের ৬নং ওয়ার্ড বেতবাড়িয়া এলাকার মৃত তাহেজ মন্ডলের ছেলে মো. আনিসুর রহমান (২৭), ছোট পাইনা এলাকার মৃত হাসেন সরদারের ছেলে মো. হুজরত আলী (৫০) দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকার মৃত উফাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল শেখ (৪০), দৌলতদিয়া ১নং ওয়ার্ড কুশাহাটার মৃত জহুর আলী ফকিরের ছেলে মো. মুন্নাফ ফকির (৪০), বরাট ইউনিয়নের কাচরন্দ এলাকার মো. মোকসেদ প্রামানিকের ছেলে মো. বিল্লাল প্রামানিক (৩৬), একই এলাকার মো. হানিফ সরদারের ছেলে মো. খাইরুল সরদার (৪৫), শিবালয় উপজেলার অন্যায়পুর এলাকার মো. শরিফ মোল্লার ছেলে মো. রাসেল মোল্লা (১৮)।
উল্লেখ্য, সরকারের ঘোষণা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ।
একুশে সংবাদ/এ.জে