AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মান্দায় রাস্তায় প্রতিবন্ধকতা

ভোগান্তিতে শতাধিক পরিবার দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন



ভোগান্তিতে শতাধিক পরিবার দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকশ্রীকৃষ্ণ গ্রামে দীর্ঘদিন ধরে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে শতাধিক পরিবার মানববন্ধন করেছেন। তারা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সাধারণ চলাচল নিশ্চিত করার দাবি জানান।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিবনদীর পূর্ব তীরে নবনির্মিত সরকারি রাস্তায় মানববন্ধন আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক গিয়াস উদ্দিন, বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা, ইউপি সদস্য হারুন অর রশিদ, গোলাম রাব্বানী, শিক্ষার্থী প্রতিনিধি সুমাইয়া আক্তার, আয়েশা সিদ্দিকা, জান্নাতুন, সহ স্থানীয় অন্যান্য নাগরিকরা।

বক্তারা বলেন, “রাস্তাটি দীর্ঘ সাত যুগ ধরে ব্যবহারযোগ্য হয়নি। সাম্প্রতিক নির্মিত সরকারি রাস্তা প্রতিপক্ষের দখলে থাকার কারণে কৃষিপণ্য পরিবহন, রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিবাদ করায় ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা বলেন, “রাস্তার সমস্যা বহু পুরনো। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধান করার চেষ্টা করছি। তবে কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তাটি দখলে রাখায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করতে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনের আয়োজন করেন ২নং ভালাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকশ্রীকৃষ্ণ গ্রামের সচেতন নাগরিকরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!