সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে পিরোজপুরের কাউখালীতে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে উপজেলার কচাঁ নদীতে অভিযান চালিয়ে অভিযুক্ত জেলেকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত জেলের নাম বেল্লাল ফকির, তিনি কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের আলতাফ ফকিরের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, “নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে এক জেলেকে ১৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

