AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাখারে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে এক অসহায় মহিলার সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
মোঃ জাকির হোসেন, বানারীপাড়া, বরিশাল
১০:২৩ পিএম, ১০ অক্টোবর, ২০২৫

চাখারে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে এক অসহায় মহিলার সংবাদ সম্মেলন

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের সৈয়দ মনির হোসেনের স্ত্রী নুপুর বেগম তাদের বিরুদ্ধে শারীরিক হামলা ও প্রতিহিংসামূলক মানববন্ধনের অভিযোগে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার বিকাল ৪:৩০ মিনিটে সংবাদ সম্মেলনে নুপুর বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী সৈয়দ মনির হোসেনের ক্রয়কৃত সম্পত্তিতে থাকা একটি কাঠের ঘর সরানোর জন্য ২৯ সেপ্টেম্বর ৫ জন মিস্ত্রিকে নিয়ে কাজ শুরু করলে প্রতিপক্ষ সৈয়দ নুরুজ্জামান বাধা সৃষ্টি করেন। এই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

কথার কাটাকাটির এক পর্যায়ে পার্শ্ববর্তী হেনা বেগমের ঘর থেকে লাঠি, সোটা ও দা নিয়ে সৈয়দ সালেক, সৈয়দ মনির হোসেন, সৈয়দ ফারুক, সৈয়দ সাইফুল ইসলাম, মোহাম্মদ নুর আলম হাওলাদার, হেনা বেগমসহ অজ্ঞাত ২–৩ জন নুপুর বেগমের উপর অতর্কিত হামলা চালায়। দা দিয়ে কোপ দিলে নুপুর বেগম আহত হন। তাকে বাঁচাতে এসে সৈয়দ মনির হোসেনের খালাতো বোন আকলিমা গুরুতর আহত হন। এ সময় নুপুর বেগমের গলায় থাকা দশ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে তারা ত্রিপল নাইনে ফোন করে নিজেদের রক্ষা করে।

নুপুর বেগম বাদী হয়ে বরিশাল আদালতে মামলা দায়ের করলে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে নুপুর বেগম ও তার স্বামীসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ মানববন্ধন করে। সংবাদ সম্মেলনে নুপুর বেগম বলেন, প্রতিপক্ষরা আত্মীয় হওয়ায় তাদের আসা-যাওয়ার জন্য সুবিধা রয়েছে, অথচ জমি দখলের জন্য তারা রাস্তার নামে পরিবেশ উত্তপ্ত করছে এবং কল্পকাহিনী তৈরি করছে।

এদিকে প্রতিপক্ষরা মানববন্ধনের ব্যানারে মনির হোসেন, তার স্ত্রীসহ মালেক সরদার, নান্না সরকার ও তাসলিমাকে ভূমি দস্যু, অবৈধ দখলদার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে মানববন্ধন করেন, যা নুপুর বেগমের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!