গোপালগঞ্জ সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এনটিভির (NTV) গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমত আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে মাহবুব হোসেন সারমত গোপালগঞ্জ জেলায় এনটিভির সংবাদ প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ছিলেন স্থানীয় সাংবাদিকতার অগ্রপথিক, সৎ ও পেশাদার সংবাদকর্মী। তার অক্লান্ত পরিশ্রম ও সংবাদপেশায় সততা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।
তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবী গভীর শোক প্রকাশ করেছেন।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গোপালগঞ্জের সাংবাদিক সমাজ, স্থানীয় গণমাধ্যম ও শুভানুধ্যায়ী মহল মনে করছে— মাহবুব হোসেন সারমতের মৃত্যু সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
তার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে