AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপদেষ্টা পরিদর্শনের পর আজও ঢাকা–সিলেট মহাসড়কে যানজট, সড়ক ও জনপথের অফিস তালাবদ্ধ



উপদেষ্টা পরিদর্শনের পর আজও ঢাকা–সিলেট মহাসড়কে যানজট, সড়ক ও জনপথের অফিস তালাবদ্ধ

ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের যানজট এখন নিত্যদিনের চিত্র।

আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় কয়েক মাস ধরে নিয়মিত যানজট ও ভাঙা সড়ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সড়কটি পরিদর্শন করতে গতকাল বুধবার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বেহাল সড়কের দশা দেখতে এসে নিজেই যানজটের ‘বিপদে’ পড়েন তিনি। বাধ্য হয়ে ব্র্যান্ডের দামি গাড়ি ছেড়ে মোটরসাইকেলে চড়েন। পরিদর্শন শেষে তিনি সড়ক ও জনপথের (সওজ) ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তাকে ঢাকা অফিসে না বসে সরাইল বিশ্বরোড অস্থায়ী কার্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে অবহেলা করলে বা অফিসে না পাওয়া গেলে তাদের সাময়িক বরখাস্ত করা হবে বলেও তিনি জানান।

কিন্তু আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, ঢাকা–সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় এখনও যানজট রয়েছে এবং সড়ক ও জনপথ বিভাগের অস্থায়ী কার্যালয় তালাবদ্ধ; কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি।

আশুগঞ্জ–আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের পরিচালক মো. আব্দুল আওয়াল মোল্লা বলেন, “সরাইল বিশ্বরোড মোড়ে তেমন যানজট নেই। আমরা সাইড অফিসে আছি, সবাই প্রকল্প এলাকায় কাজ করছেন।”

এদিকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে যানজট সৃষ্টি হয়। সড়ক বিভাগের সংস্কার কাজের কারণে বিশ্বরোড মোড়ের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!