রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক মুখ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় ও সাব-জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার প্রিয়মলের নেতৃত্বে বিশেষ অপারেশন দল এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী জানায়, দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে সিগারেট পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা বাঘাইছড়ি, মারিশ্যা ও কাপ্তাই হ্রদপথ ব্যবহার করছিল।
বাংলাদেশ সেনাবাহিনী আরও জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় সকল প্রকার অবৈধ চোরাচালান রোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে