রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে বাঘাইহাট ১৪ ব্যাটালিয়ন (ইবি) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় শুরু হওয়া এ কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট ১৪ ইবি জোনের ভারপ্রাপ্ত টুআইসি মেজর নাহিদ বিন হাফিজ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও) এবং মাচালং আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান।
শতাধিক চিকিৎসাভোগীর মধ্যে প্রায় ১৩০ জন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন। উপস্থিতির মধ্যে পাহাড়ি জনগোষ্ঠির অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

