AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডে সংযোগ সড়কগুলো চলাচলের অযোগ্য



বাঘাইছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডে সংযোগ সড়কগুলো চলাচলের অযোগ্য

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা ৭ নং ওয়ার্ডের এফ ব্লক গ্রামের মূল সড়কের সঙ্গে সংযুক্ত বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এর ফলে শত শত পরিবারের যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

সংযোগ সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্য— বাদশা মিয়ার দোকান থেকে বীর মুক্তিযোদ্ধা আমির আহাম্মেদের বাড়ি হয়ে দক্ষিণে মনু মিয়া ও পশ্চিমে ফরিদ আহম্মেদের বাড়ি পর্যন্ত। এছাড়া মূল সড়ক হতে ইসতিয়াক রনির বাড়ি, লেদু মিয়ার বাড়ি এবং মুক্তিযোদ্ধা পুত্র সেলিম উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা এখন চলাচলের অযোগ্য।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কগুলোতে জলাবদ্ধতা, কাদা ও গর্তের সৃষ্টি হয়। ফলে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক ও ব্যবসায়ীসহ সকল শ্রেণির মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়ছেন।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমির আহমেদ বলেন, “এই রাস্তা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে সামান্য বৃষ্টিতেই চলাচল অসম্ভব হয়ে পড়ে। প্রশাসনের কাছে বারবার আবেদন জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।”

অন্য স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান বলেন, “রাস্তা অবস্থা এমন যে নিজস্ব গাড়ি নিয়েও চলাচল করা যায় না। রোগীকে কাঁধে করে আনতে হয়, শিক্ষার্থী খালি পায়ে হেঁটে আসতে বাধ্য হয়। জমে থাকা নোংরা পানিতে স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।”

দীর্ঘদিন এই ভোগান্তি চললেও স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এখনও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। স্থানীয়রা আশা করছেন, রাস্তা সংস্কার হলে এলাকার জীবনযাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!