আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী সংক্রান্ত আইন ও বিধান সম্পর্কে অবহিত করা, উপকরণ বিতরণ ও ক্যামেরা প্রদান এবং মনোভাবের পরিবর্তন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি জেলায় পুলিশের প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খুলনা বিভাগের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন এই মন্তব্য করেন। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও জানান, দেশে নির্বাচনী কর্মকান্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ অংশগ্রহণ করবে এবং পুলিশ পরিদর্শকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে