দেশের বিভিন্ন স্থানে মারাত্মক আ্যানথ্রাক্স (তড়কা) রোগ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাংস ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
বিশেষ অতিথিরা ছিলেন সহকারী কমিশনার ভূমি জসিম উদ্দিন, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, নলডাংগা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানুল হুদা রাশেদ এবং স্থানীয় মাংস ব্যবসায়ীরা।
সভায় তড়কা রোগের কারণ, সংক্রমণ প্রক্রিয়া, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাংস ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়, যেন তারা পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করে এবং মাংস প্রক্রিয়াজাতকরণের সময় প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করেন।
বক্তারা বলেন, আ্যানথ্রাক্স একটি মারাত্মক সংক্রামক রোগ, যা সাধারণত পশু থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। তাই স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে মাংস প্রক্রিয়াকরণ করা অত্যন্ত জরুরি। এছাড়া সমাজে রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং ব্যাপক প্রচারণা চালানোর আহবান জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে