AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলার চরফ্যাশনে মডেল ডাক্তারের ভুল চিকিৎসায়  নবজাতকের মৃত্যুর অভিযোগ



ভোলার চরফ্যাশনে মডেল ডাক্তারের ভুল চিকিৎসায়  নবজাতকের মৃত্যুর অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলার ইকরা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে নরমাল ডেলিভারির পর এক নবজাতকের মৃত্যু হয়েছে। অভিযুক্ত মডেল জাক্তারের ভুল চিকিৎসায় সম্পর্তি এক প্রসূতিরও মৃত্যু হয়। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন হাসপাতাল রোডের ইকরা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নবজাতকের মা তাছলিমা (২৮) প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন। সন্তান জন্মের কিছুক্ষণ পর নবজাতকটি মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে শিশুটির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসককে দায়ী করছেন।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রসবের আগে থেকেই মায়ের গর্ভের পানি শুকিয়ে গিয়েছিল এবং গর্ভের শিশুর নড়াচড়া কমে গিয়েছিল। এ নিয়ে মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে রোগীর পরিবারকে আগেই অবগত করা হয় এবং সম্ভাব্য জটিলতার বিষয়েও তাদের লিখিত সম্মতি নেওয়া হয়েছিল।

চরফ্যাশন ইকরা ডায়াগনস্টিক সেন্টারের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আখি আক্তার জানান, রোগীর অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছিল। পরে রোগীর স্বামী মো. বাবুল ও জা ইয়ানুর বেগমের স্বাক্ষরিত লিখিত সম্মতিপত্রে তারা চিকিৎসা প্রক্রিয়ার সকল দায়ভার গ্রহণ করে নরমাল ডেলিভারির অনুমতি দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, “একজন চিকিৎসক কখনোই রোগীর ক্ষতি চান না। নবজাতক যতটুকু সময় নিয়ে এই পৃথিবীতে এসেছিল, ততটুকুই ছিল তার নিয়তি।” নবজাতকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তারা।

এদিকে স্থানীযরা অভিযোগ করেন,  ডাক্তার আঁখি মডেল স্টাইলে চলাফেরা করেন, তার আচরণও অনেকটা সেরকম। তিনি নিজেকে প্রকাশ্ করতে সবসময় ব্যতিব্যস্ত থাকেন। চিকিৎসার ক্ষেত্রে তার যথেষ্ট দক্ষতা এবং মনোযোগের অভাব রয়েছে়। বিষয়টি অবশ্যই উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি নজরে আনা প্রয়োজন। 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!