AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুমকিতে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৫:০১ পিএম, ৭ অক্টোবর, ২০২৫

দুমকিতে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো—স্বযত্নে তোমায় রাখবো আগলে’—এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলায় উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক আল-আমিন, ইসলামী আন্দোলন দুমকি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাহাবুর রহমান, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমাদ কবির হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, এবং নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (সহিদ সরদার) প্রমুখ।

সভায় বক্তারা প্রবীণদের জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও সমাজে তাঁদের অবদান তুলে ধরে বলেন, প্রবীণদের সম্মান ও যত্ন নেওয়া প্রতিটি প্রজন্মের নৈতিক দায়িত্ব।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে শতাধিক প্রবীণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!