শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে “দেশ ফার্মেসি” নামের একটি ওষুধের দোকানে ভুয়া ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে আলহাজ্ব খোরশেদ আলমকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।
আনিসুর রহমান বলেন, “খোরশেদ আলম কোনো স্বীকৃত মেডিকেল ডিগ্রি ছাড়াই রোগীদের প্রেসক্রিপশন লিখে ওষুধ সরবরাহ করছিলেন। এটি সম্পূর্ণভাবে আইনবিরুদ্ধ কাজ। আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নিয়েছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব খোরশেদ আলম দীর্ঘদিন ধরে প্রতিদিন বহু রোগীকে চিকিৎসা দিতেন। এতে অনেক রোগী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছিলেন। বিষয়টি জানতে পেরে প্রশাসন অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে দোষী সাব্যস্ত হলে আদালত তাকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন।
এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় থাকবে, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

