চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি বিহারের শতবর্ষী বোধিবৃক্ষ ও বুদ্ধ মূর্তির চীবর (কাপড়) পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বুদ্ধ মূর্তির কপালে থাকা স্বর্ণের তিলক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা তাপস বড়ুয়া জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে বিহারে গিয়ে দেখি বোধিবৃক্ষের কাপড় ও বুদ্ধ মূর্তির চীবর খুলে আলাদা করে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মূর্তির স্বর্ণের তিলকটি নেই।
স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. হাসান বলেন, ‘আমরা রাতে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে ছিলাম। ধারণা করছি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।’
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

