রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় মানববন্ধন করেছেন। পুঠিয়া উপজেলা প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নিহত সোহেলের পিতা নিল্লাতাব আলী, মাহফুজুর রহমান (বাবলু), হাফেজ আ. রহমান, হাফেজ আশরাফুল ইসলামসহ এলাকার অন্যান্য বাসিন্দারা বক্তব্য রাখেন।
নিহতের পিতা বলেন, “আমি বারবার থানায় গিয়েছি। পুলিশ জানিয়েছে আসামিদের ৮০ ভাগ শনাক্ত করেছে, কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
এলাকাবাসী অভিযোগ করেন, “যদি দ্রুত সোহেল হত্যার বিচার না হয়, তবে খুন ও গুম আরও বাড়বে। পুলিশ যদি দোষীদের গ্রেফতার না করে, আমরা থানার ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব।”
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকায় একটি করাবাগান থেকে ভ্যানচালক সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুঠিয়া থানা পুলিশ।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে এবং বিচার দাবি করেন।
একুশে সংবাদ/এ.জে