AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিতলমারীতে জাসাসের মতবিনিময় সভা: স্মার্ট কমিটি গঠনের অঙ্গীকার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০১:১৮ পিএম, ৬ অক্টোবর, ২০২৫

চিতলমারীতে জাসাসের মতবিনিময় সভা: স্মার্ট কমিটি গঠনের অঙ্গীকার

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, সুধীজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি জেলা জাসাসের সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, “চিতলমারী জাসাস কমিটি হবে একটি স্মার্ট কমিটি, যা বিএনপির অঙ্গসংগঠনের মধ্যে অগ্রণী ভূমিকা রাখবে। অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের এই সংগঠনে স্থান হবে না। আগামী নির্বাচনে বিএনপির বিজয়ে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধান বক্তা জেলা জাসাসের সদস্য সচিব ও বিশিষ্ট নারী নেতা নার্গিস আক্তার লুনা বলেন, “চিতলমারী উপজেলা জাসাস বাগেরহাটের মধ্যে সবচেয়ে শক্তিশালী কমিটি হবে। সাংস্কৃতিক চেতনায় ভরপুর এ উপজেলায় কাজ করতে পেরে আমি গর্বিত।”

সভাপতির বক্তব্যে চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও জাসাসের সাবেক সভাপতি একরামুল হক মুন্সী বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই জাসাস বিএনপির পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জেলা বিএনপির সহযোগিতা পেলে চিতলমারী জাসাস হবে জেলার সবচেয়ে স্মার্ট সংগঠন।”

আলোচনায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু, জাসাসকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান।সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য রুনা গাজী, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক বলেন, “সৎ ও নিবেদিতপ্রাণ কর্মীরাই সংগঠনকে এগিয়ে নিতে পারে।”সাবেক জাসাস সহ-সভাপতি ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট অ্যাড. অসীম কুমার সমাদ্দার।স্থানীয় সাংস্কৃতিক কর্মী তানজীর মুন্সী জাসাসকে বিএনপির বিজয়ের অন্যতম ভরসা হিসেবে অভিহিত করেন।

এছাড়া স্থানীয় সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও সমাজকর্মীরা স্বচ্ছ নেতৃত্ব ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সাংগঠনিক সাফল্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন চিতলমারী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক এস. এম. শহীদুল হক টিপু এবং সংগীতশিল্পী অপূর্ব বড়াল অপু। সভা সফল করতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!