নেত্রকোনার মদন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হারুন চৌধুরী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত জোয়াদ মিয়া চৌধুরীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় হারুন চৌধুরী তার কৃষিজমিতে কাজের জন্য শ্রমিক ঠিক করতে পাশের রুদ্রশ্রী গ্রামে যান। সেখানে পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাবুদ্দিন ও তার ভাই এরশাদ (৩০), ইব্রাহিম (৩৫)সহ কয়েকজন মিলে হারুন চৌধুরীর ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠিপেটা করলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন হারুন চৌধুরী এবং সেখানেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তায়েফ হোসেন হারুন চৌধুরীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহতের চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে শিবপাশা গ্রামের হারুন চৌধুরীর ভাতিজা শাওনের সঙ্গে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের সৎ ভাই এরশাদ ও ইব্রাহিমের ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জেরেই শাহাবুদ্দিনের লোকজন পরিকল্পিতভাবে হারুন চৌধুরীকে পিটিয়ে হত্যা করেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে