বরিশাল জেলার উজিরপুর উপজেলার চাঞ্চল্যকর ৩ নং জল্লা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক এডভোকেট মিজানুর রহমানকে বহিষ্কারের ঘটনায় মুখ খুলেছেন ওই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতির স্ত্রী মনিকা রানী।
ফেসবুকে ভিডিও বার্তায় মনিকা রানী জানান, তিনি অনেক আগে থেকে তার স্বামী অমরেশ ওঝাকে ডিভোর্স দিয়ে নিয়েছেন এবং তাদের সন্তানকে বাংলাদেশের আইনের অধীনে তার (মায়ের) কাছে রাখার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, “প্রচলিত আইন অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার রয়েছে। জল্লা ইউনিয়ন বিএনপি`র সাধারণ সম্পাদক প্রভাষক এডভোকেট মিজানুর রহমান নির্দোষ এবং মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। আমি বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানাই।”
মনিকা রানী আরও অনুরোধ করেছেন, “এ সম্পর্কিত মিথ্যা গুজব প্রচার না করা হোক এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না করা হোক।”
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে