জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাকের পার্টির এক জনসভায় শনিবার বিকেলে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সভাটি অনুষ্ঠিত হয় বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে, পৌর জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল আজিজ খান অটল। তিনি বলেন, “জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি নিয়ে সবসময় জনগণের পাশে থাকতে চায়।”
মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাকের পার্টির সভাপতি নবীর হোসেন, সাধারণ সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মসরু, পৌর জাকের পার্টির সাধারণ সম্পাদক এশার উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।
সভায় জেলা ও উপজেলা জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি কাউসারুল ইসলাম লালন।
সভা শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বালিজুড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
একুশে সংবাদ/এ.জে