মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘আবাবিল’ এর দশ বছর পূর্তি উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) দুপুরে সংগঠনের দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রধান পরিচালক শাহ মিসবাহ। এতে দিকনির্দেশনা প্রদান করেন ফোরামের চেয়ারম্যান হাফিজ লুৎফর রহমান শিপন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠন বিভাগের সহযোগী পরিচালক হাফেজ শাকের আহমদ রাফি, ফেদাউর রহমান ইকরাম, দাওয়া বিভাগের পরিচালক হাফিজ আব্দুল্লাহ আল মুমিন তানজিল, সংগীত বিভাগের পরিচালক মতিউর রহমান এনাম ও মোশাররফ হোসেন, মিডিয়া বিভাগের পরিচালক শাহ মাশকুর, হাকিমুল ইসলাম রাফি এবং শাহরিয়ার সাদী প্রমুখ।
সভায় আগামী ২০ নভেম্বর (সম্ভাব্য তারিখে) ফোরামের দশ বছর পূর্তি উপলক্ষে ‘হৃদয়ের মাহফিল’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশনা, কর্মপরিকল্পনা গ্রহণসহ বিবিধ আলোচ্যসূচি অন্তর্ভুক্ত ছিল।
একুশে সংবাদ/এ.জে