নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির ট্যাংকের পাওয়ার ক্যাবল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিশ্বব্যাংকের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিরাপদ পানি প্রকল্পের ট্যাংকের পাওয়ার ক্যাবল ও নগদ অর্থ চুরি হয়। এতে এলাকার প্রায় ৩৫০ পরিবারের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ভুক্তভোগী এলাকাবাসী বর্তমানে নিরাপদ পানির সংকটে ভুগছেন।
শনিবার (৪ অক্টোবর) সকালে পানি ট্যাংকের দায়িত্বপ্রাপ্ত মো. আয়নাল মিয়া তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন জানান, “কে বা কারা রাতে গ্রিল কেটে প্রায় এক লাখ টাকার ইলেকট্রিক তার নিয়ে গেছে। আমরা দোষীদের বিচার চাই।”
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে