AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৬:০৩ পিএম, ৪ অক্টোবর, ২০২৫

কাউখালীতে কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীতে কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ মানুষের আয়োজনে নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, বালু ইজারাদাররা নির্ধারিত স্থানের বাইরে নদীর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এলাকার ভিটেবাড়ি ও ফসলি জমি নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। পুরো ইউনিয়নটি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল কেন্দ্রীয় নেতা এইচ. এম. দ্বীন মোহাম্মদ।

এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য ফিরোজ খান, মোহাম্মদ আল-আমিন, নারী নেত্রী সোনালী রানী ও শাহানা বেগম, বিএনপি নেতা নজীর হোসেন, সিরাজ হোসেন, আব্দুর রব, ছাত্রনেতা আল-আমিন প্রমুখ।

মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, “কালিগঙ্গা নদী থেকে বালু ইজারাদাররা নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন না করে ইউনিয়নের গা ঘেঁষে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এর ফলে ইউনিয়নটি একসময় মানচিত্র থেকে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনের টেন্ডার যেখানে আছে সেখান থেকেই বালু তুলতে হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!