গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বুধবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ও রাতে পৃথক দুটি অভিযান চালায় পুলিশ। প্রথম অভিযানে পৌরসভার দক্ষিণ ভাদার্ত্তী এলাকায় পুরাতন সাবরেজিস্ট্রি অফিসের মসজিদসংলগ্ন রমজান আলীর বেকারির সামনে থেকে একই এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে সালাউদ্দিন (৩৫) কে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে মোক্তারপুর ইউনিয়নের জয়দেবপুর-চরসিন্দুর সড়কের দক্ষিণ পাশের কমল স্টোরের সামনে থেকে নরসিংদীর বেলাব উপজেলার সররাবাগ গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে আব্দুল কাদির মিয়া (২৫) কে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের ভাষ্যে, ঐ এলাকাটি মাদকের ট্রানজিটপয়েন্ট হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাকে একাধিকবার আটক করে জেলেও পাঠানো হয়েছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ও ১০(খ) ধারায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে