AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধামরাইয়ে মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা সহকারীর


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৭:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ধামরাইয়ে মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা সহকারীর

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার ইসলামপুর, যাত্রাবাড়ী ও মাধববাড়ি এলাকার মন্দিরগুলো ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল হাফিজ বলেন, “আজ ধামরাই উপজেলায় কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসেছি। এখানে অত্যন্ত সুন্দরভাবে সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। আজ অষ্টমী, এরপর নবমী ও দশমী। আমরা আশা করব, যেভাবে এখন পর্যন্ত চলছে, একইভাবে পূজার পুরো সময় সুন্দরভাবে উদযাপিত হবে।”

তিনি আরও বলেন, “নিরাপত্তা বাহিনী, আনসার ও সেনাবাহিনী কিভাবে কাজ করছে তা দেখেছি। হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতেই এখানে এসেছি।”

এ সময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন হাসান অনীক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!