রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ধানের শীষের ভোট দেওয়ার লক্ষ্যে উজিরপুরের ৮ নং শিকারপুর ইউনিয়নে শনিবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের বিএনপি নেতা মোঃ মোজাম্মেল সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং বরিশাল-২ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আব্দুল হালিম মাষ্টার, শিকারপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ রাকিব সিকদার, উপজেলা যুবদল নেতা মোঃ আব্দুস ছালাম হাওলাদার, বামরাইল ইউনিয়ন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালিস সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম খান লিমন, শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহবুব ইসলাম ধলু, যুবদল নেতা মোঃ তাওহীদ বীন লাবিদ, শ্রমিক দলের ১নং যুগ্ন আহ্বায়ক মোঃ খোকন ডাকুয়া।
এছাড়া শের ই বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসান জুয়েল, শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান শরীফ রুমি, বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ মহসিন হাওলাদার, আল মামুন মল্লিক, স্বপন, আকাশ কাওছার, সাব্বিরসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কার্যকর করার গুরুত্ব এবং ধানের শীষ প্রতীকের প্রতি জনসাধারণের সমর্থন জোরদার করার দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে