আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. নাসের রহমান শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন হাট–বাজারে গণসংযোগ করেন। পথচারী, দোকানদার ও স্থানীয়দের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।
গণসংযোগ শুরুর পর থেকেই বিভিন্ন বাজারে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। নাসের রহমান সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার অবহেলিত উন্নয়নচিত্র তুলে ধরেন।
তিনি বলেন, “মৌলভীবাজার দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা—সব সেক্টরে দৃশ্যমান উন্নয়ন হবে।”
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নাসের রহমান আরও বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীককে বিজয়ী করা মানে উন্নয়নকে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”
গণসংযোগকে ঘিরে বিভিন্ন বাজারে উৎসুক জনতার ভিড় দেখা যায়। স্থানীয়রা তার সঙ্গে কথা বলেন এবং উন্নয়নবঞ্চনার নানা বিষয় তুলে ধরেন।
নাসের রহমান বলেন, “মৌলভীবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন বহুদিন ধরে থেমে আছে। সুযোগ পেলে সেই উন্নয়ন এগিয়ে নেওয়াই হবে আমার প্রথম কাজ।”
তিনি আরও বলেন, “ধানের শীষকে জয়ী করা মানে মৌলভীবাজারের উন্নয়ন ফিরিয়ে আনা। এলাকার সার্বিক উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হবে।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি বদরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

