AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০১:২১ পিএম, ১৫ নভেম্বর, ২০২৫

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষে অবৈধ ইন্টারনেট "ভিওআইপি (Voice Over Internet Protocol)" সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও রামগড় থানার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন: ১। জিয়াং চেংটং (৩৩), পাসপোর্ট নং- EK1378738, ২। ট্যাং টংউ (৩২), পাসপোর্ট নং- EH2768724, ৩। মোঃ আসিফ উদ্দিন (২৫), এদের মধ্যে দুইজন চীনা নাগরিক ও একজন চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার বাসিন্দা।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ নভেম্বর রাত সাড়ে আটটার সময় রামগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষে অবৈধভাবে VOIP ব্যবসা পরিচালনার লক্ষ্যে সীমবক্সসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের সময় অভিযান চালানো হয়। এ সময় কক্ষের ভেতর থাকা সকল সরঞ্জামসহ দুই চীনা ও এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

উদ্ধারকৃত মালামালে রয়েছে: ৩২ পোর্ট কালো রঙের সিমবক্স-৫টি, ২৫৬ পোর্ট কালো রঙের সিমবক্স-১টি, সিমবক্সের কানেকশন প্যানেল-৬টি, পাওয়ার প্যানেল-৬টি, কভার-৬টি, এন্টিনা-১৬০টি, পাওয়ার অ্যাডাপ্টার-৭টি, একটি কালো রঙের NVR, একটি কালো রঙের ৮-পোর্ট POE সুইচ, একটি সাদা রঙের ONU, একটি TP-Link WIFI রাউটার, ৬টি নীল রঙের USB ক্যাবল, ৬টি হলুদ রঙের ইথারনেট ক্যাবল, ২টি অ্যাস কালার ইথারনেট ক্যাবল, ২টি মাল্টিপ্লাগ এবং ৪টি চার্জার।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, উপ-সহকারী পরিচালক, বিটিআরসি এজাহার দায়ের করলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) ধারায় মামলা রুজু হয়। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!