AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে ঋণের দায়ে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ


Ekushey Sangbad
এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ
০১:২৩ পিএম, ১৫ নভেম্বর, ২০২৫

শাহজাদপুরে ঋণের দায়ে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের পাশ থেকে ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছী-করতোয়া নদীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল সরকার উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।

নিহতের স্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে তার স্বামী ইমদাদুল তাকে ফোন করে জানান, কয়েকজন তার কাছে সুদের টাকা পায় কিন্তু তিনি দিতে না পারায় এবং স্থানীয় একজনের চাপের কারণে (২০ হাজার টাকার বিনিময়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকা দিতে হবে) তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।

নিহতের বাম পায়ের হাটুর উপরে লাল কালি দিয়ে মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের নাম লেখা রয়েছে বলে দাবি করেছেন নিহতের স্ত্রী।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!