সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের পাশ থেকে ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছী-করতোয়া নদীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল সরকার উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।
নিহতের স্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে তার স্বামী ইমদাদুল তাকে ফোন করে জানান, কয়েকজন তার কাছে সুদের টাকা পায় কিন্তু তিনি দিতে না পারায় এবং স্থানীয় একজনের চাপের কারণে (২০ হাজার টাকার বিনিময়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকা দিতে হবে) তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
নিহতের বাম পায়ের হাটুর উপরে লাল কালি দিয়ে মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের নাম লেখা রয়েছে বলে দাবি করেছেন নিহতের স্ত্রী।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

