বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব উৎসব উপলক্ষে অনুষ্ঠিত মহানাম যজ্ঞে কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. এবি এম ওবায়দুল ইসলাম বলেছেন, “সংখ্যালঘু বলে বিভক্ত নয় — সকল সম্প্রদায়ের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।”
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় মোরেলগঞ্জ পৌর শহরে নির্বাচনী প্রচারণা শেষে সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের মহানাম যজ্ঞে অংশ নেন ড. ওবায়দুল ইসলাম। পরে ভক্তবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি। এ দেশের সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যের সঙ্গে নিজেদের ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করে— এখানে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন—সদ্য বিএনপিতে যোগদানকারী ও মতুয়া বহুজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সোমনাথ দে,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার,বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির,উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ,শ্রীগুরু সংঘ মন্দির কমিটির অসীম কর্মকার, সাধারণ সম্পাদক দীপক কর্মকার,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ,ছাত্রদল নেতা মেহেদী হাসান সজলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

