AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবহেলিত জনগোষ্ঠির কল্যাণে সিসিবিভিও’র অঙ্গীকার


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০১:২৩ পিএম, ১৫ নভেম্বর, ২০২৫

অবহেলিত জনগোষ্ঠির কল্যাণে সিসিবিভিও’র অঙ্গীকার

সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও)-এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ) রাজশাহীর কাজীহাটাস্থ এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের কনফারেন্স রুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংস্থার সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার-ই-কামালের সঞ্চালনায় পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও ’২৪-এর গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারী সকলকে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় আলোচ্যসূচি অনুযায়ী সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। এতে বিগত বছরের বার্ষিক সাধারণ সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সংস্থার খসড়া বার্ষিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন ও অনুমোদন, ২০২৪-২৫ অর্থ বছরের অডিট রিপোর্ট উপস্থাপন ও গ্রহণ এবং ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়। এছাড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য পদ বাতিল ও নতুন সদস্য মনোনয়ন বিষয়ে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় নীতিমালা সংশোধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন সিসিবিভিও’র সাধারণ পরিষদ সদস্য চৌধুরী সারোয়ার জাহান, কোষাধ্যক্ষ সামিনা বেগম, সহসভাপতি আরিফা বেগম এবং আদিবাসী নেতা ও কার্যনির্বাহী সদস্য প্রসেন এক্কা। বক্তারা বলেন, সিসিবিভিও’র গবেষণানির্ভর ‘রক্ষাগোলা মডেল’ একটি যুগান্তকারী উদ্ভাবন, যা অবহেলিত, বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য বাস্তবসম্মত ও প্রমাণিত পদ্ধতি। তারা মনে করেন, এই মডেল স্থিতিশীল উন্নয়নে জাতীয়ভাবে গ্রহণযোগ্য একটি সফল উদ্যোগ।

সভা শেষে সমাপনী বক্তব্যে সংস্থার সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সালাম বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে সিসিবিভিও যে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে আপনাদের অবদান অনস্বীকার্য। রাষ্ট্রের উন্নয়ন সহযোগী হিসেবে আমাদের এই পথচলা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। আমরা আরও বহুদূর এগিয়ে যেতে চাই।”

শেষে সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার-ই-কামাল ও সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সালাম শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!