কুষ্টিয়ার মিরপুরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ছাতিয়ান কালিতলার দুই কিলোমিটার দীর্ঘ দুর্গম মাঠে পাহারা ও টহল ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে নির্মিত এ টহল ঘরের উদ্বোধন করা হয় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায়।
মিরপুর-পোড়াদহ সড়কের ছাতিয়ান ইউনিয়নের বিষন্নতা মাঠে টহল ঘরটির উদ্বোধন করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম। একই অনুষ্ঠানে একই সড়কে নির্মিত তিনটি সোলার লাইটও উদ্বোধন করা হয়
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, “বিগত কয়েক মাস আগে এ রাস্তায় কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গ্রামবাসী ও পুলিশ প্রশাসন মিলে প্রতিরাতে টহল দিত। তবে ঝড়-বৃষ্টিতে মাঠে পাহারা দেওয়া কঠিন ছিল। স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসীর সহযোগিতায় উপজেলা পরিষদ থেকে এ টহল ঘর নির্মাণ করা হয়েছে।”
ওসি মমিনুল ইসলাম বলেন, “দীর্ঘ দুই কিলোমিটার মাঠ এলাকায় আগে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করে আসামি গ্রেপ্তার করেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।”
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব লিংকন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে