AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৪:২১ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে। উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা আমীর হাজী মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল আহমেদ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাসেদ মোল্লা ও পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন পৌরসভার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, জামালপুর ইউনিয়নের আমীর হাফেজ কামরুল ইসলাম, বাহাদুরশাদী ইউনিয়নের আমীর হাফেজ মাওলানা নজরুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়নের আমীর মাওলানা জাকির হোসেন, নাগরী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল হাসনাত, তুমলিয়া ইউনিয়নের সেক্রেটারি রেজাউল ইসলাম ভূঁইয়া ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “৫ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!