শেরপুর সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপির সদস্য মীর মোহাম্মদ জাকির হোসেন ও কামারেরচর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামারেরচর ইউনিয়নের ডুবারচর বাজারস্থ দোকান এবং জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর-আলম হোসেন মনির, কামারেরচর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, যুবদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব মনসুর ইসলাম মনি, যুগ্ম আহ্বায়ক মফিজুল, শ্রমিকদলের সভাপতি আরিফুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন, ছাত্রনেতা রুমান প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে