AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিআর আপনারা বোঝেন, কিন্তু অভিনয় করছেন: রোকন রেজা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০২:৪৪ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

পিআর আপনারা বোঝেন, কিন্তু অভিনয় করছেন: রোকন রেজা

কিশোরগঞ্জের মিঠামইনে ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে কিশোরগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা বলেছেন, “পিআর (Proportional Representation) কি—আপনারা ভালোভাবেই জানেন, কিন্তু না বোঝার ভান করছেন।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, “১৯৯৬ সালের নির্বাচনেও যখন কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন হয়েছিল, তখনও আপনারা হাসাহাসি করেছিলেন। তখন অনেকেই বলতো—কেয়ারটেকার সরকার কি জিনিস? অথচ সেই ব্যবস্থার রূপকার ছিলেন প্রফেসর গোলাম আযম। এখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা সবার কাছে গ্রহণযোগ্য। ঠিক তেমনি পিআরও আপনারা বোঝেন, কিন্তু বোঝার ভান করছেন। বর্তমান সময়ে পিআর পদ্ধতিই সবচেয়ে উৎকৃষ্ট নির্বাচন ব্যবস্থা।”

রোকন রেজা আরও বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে সাধারণ ছাত্ররা যেভাবে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছে, দেশের প্রতিটি এলাকার মানুষও চাঁদাবাজদের বয়কট করবে। আগামী নির্বাচনে চাঁদাবাজদের বয়কট করে জনগণ জামায়াতে ইসলামী’র প্রার্থীদের সংসদে পাঠাবে এবং ক্ষমতায় আনবে।”

সমাবেশে উপজেলা আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এ কে এম আব্দুস সালামের নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!