পটুয়াখালীর গলাচিপায় আগামী ফেব্রুয়ারির নির্বাচনসহ পাঁচ দফা গণ দাবির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর মঞ্চে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, বরিশাল বিভাগের সাংগঠনিক সদস্য ও পটুয়াখালী-৩ আসনের পদপ্রার্থী। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও পৌর মঞ্চে এসে সমাপ্তি ঘোষণা করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন ইয়াহিয়া খান, জেলা টিম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী; সানাউল্লাহ শামিম, সাধারণ সম্পাদক, উপজেলা শাখা; বেল্লাল বিন সুলতানা, পৌর আমির; মোহাম্মদ আনোয়ার, পৌর সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে