নেত্রকোণার কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসছে কিনা, পড়াশোনায় মনোযোগী কিনা এবং তাদের সময় কিভাবে ব্যয় হচ্ছে, এসব বিষয় অভিভাবককে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, পড়াশোনার দায়িত্ব শুধুমাত্র শিক্ষকের নয়, অভিভাবকেরও রয়েছে। আজকের শিশুরাই আগামী দিনের দেশের গঠনকারক।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও এডহক কমিটির অভিভাবক সদস্য শাফায়েত আহমেদ।
কেন্দুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, উপজেলা বিএনপির সদস্য ফজলুর রহমান, সদস্য ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক প্রমুখ।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে