লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ে করার অপরাধে নাঈম হোসাইন প্রকাশ পিয়াল (২৩) নামের এক যুবককে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেল হাজতে প্রেরণ করেছে রামগঞ্জ থানা পুলিশ। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার চনিন্দপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর (হাসেম ডাঃ বাড়ির) মোঃ ছলেমানের মেয়ে ফাতেমাতুল জোহরা রাইছার সঙ্গে একই গ্রামের কাইয়ার বাড়ির মৃত আবুল খায়ের প্রকাশ লেদারের ছেলে নাঈম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। এর সূত্র ধরে গত ৯ সেপ্টেম্বর প্রেমিক পিয়াল রাইছাকে নিয়ে পালিয়ে স্থানীয় কাজির মাধ্যমে প্রাপ্ত বয়স দেখিয়ে বিয়ে করে।
এ ঘটনায় রাইছার মা আমেনা বেগম ১৩ সেপ্টেম্বর রামগঞ্জ থানায় বাদী হয়ে সাধারণ ডায়েরী করেন। পরে রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর নেতৃত্বে এসআই সাব্বির হোসেন ও সোনাইমুড়ী থানা পুলিশের সহায়তায় সোনাইমুড়ী কলেজের সামনে থেকে প্রেমিক-প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে আসে।
এরপর রাইছার মায়ের রামগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ মামলা নং-১৪, তারিখ ২৫/৯-এর প্রেক্ষিতে প্রেমিক পিয়ালকে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

