নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের বয়স ৬০ বছরের বেশি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের একজন ষাটোর্ধ্ব এবং অপরজন যুবক। এখনো তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
স্থানীয়রা জানান, রাস্তায় যানবাহনের বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। এলাকাবাসী দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/এ.জে