AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে তামাক নিরুৎসাহিতকরণে উঠান বৈঠক


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৬:৪৭ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মিরপুরে তামাক নিরুৎসাহিতকরণে উঠান বৈঠক

কুষ্টিয়ার মিরপুরে কমিউনিটি পর্যায়ে তামাক নিরুৎসাহিতকরণ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা আয়োজিত এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে চুনিয়াপাড়া গ্রামের মনিকার বাড়িতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী তামাক চাষীরা অংশগ্রহণ করেন।

নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, যিনি বলেন, “তামাক চাষ মাটি, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক চাষের কারণে আবাদি জমি হ্রাস পাচ্ছে, যা নিরাপদ খাদ্য উৎপাদনে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। সচেতন চাষীরা বিকল্প ফসলের দিকে আগ্রহী হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসীম উদ্দীন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দিলরুবা শারমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, ইসমত আরা লাভলী, মাহবুবুল ইসলাম এবং মুক্তি সংস্থার ইয়ং রিসার্চার শিবলী আক্তার। সভা পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!