রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের এক বিরল পাঙাশ মাছ। বিশাল আকৃতির মাছটি ধরে বাজিমাত করেছেন স্থানীয় জেলে রতন হালদার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কলারবাগান এলাকায় পদ্মা নদীর মোহনায় রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মোহন মণ্ডলের আড়তে নিয়ে আসেন।
সেখানে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে মাছটির দাম ওঠে কেজি প্রতি ২ হাজার ৫০০ টাকা দরে। সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মোট ৬২ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন।
চান্দু মোল্লা জানান, “মাছটির খবর পেয়ে দ্রুত আড়তে যাই এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনি। পরে ঢাকায় থাকা একজন আমেরিকা প্রবাসী ক্রেতার সঙ্গে যোগাযোগ হলে তিনি আরও বেশি দাম প্রস্তাব করেন। শেষ পর্যন্ত আমি মাছটি ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করি।”
এমন বিশাল আকারের মাছ বাজারে উঠতেই স্থানীয়রা ভিড় জমায়। অনেকে মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। স্থানীয় জেলেদের দাবি, বড় আকৃতির মাছ এখন খুব একটা ধরা পড়ে না। তবে মাঝে মাঝে পদ্মার গভীর থেকে এরকম মাছ ওঠে, যা সবার মাঝে কৌতূহল জাগায়।
একুশে সংবাদ/এ.জে